ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দীপাবলি নিয়ে ত্রিপুরায় নির্দেশনা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
দীপাবলি নিয়ে ত্রিপুরায় নির্দেশনা জারি দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে জারি করা হয়েছে নির্দেশনা। ছবি: বংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): দীপাবলি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশনা জারি করেছে।

রোববার (২৭ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশে দীপাবলিতে শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই আদেশগুলোর কয়েকটি হলো- ত্রিপুরা রাজ্যে চকলেট বোমা, চেইন ক্র্যাকার্স, লোজ ক্র্যাকার্স, কালি পটকা, ধানি পটকা, দোদমা, সেভেন শট, রকেট বোমা ইত্যাদি ফাটানো যাবে না। হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের ১০০মিটারের মধ্যে মাইক এবং বাজি ফাটানো যাবে না।

শুধু অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ী কম শব্দ বর্ধক এবং কম বায়ু দূষণকারী বাজি বিক্রি করতে পারবেন। কোনো প্রকাশ্য স্থানে মাইক বাজাতে হলে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। বাজি রাত আটটা থেকে রাত দশটার মধ্যেই ফাটাতে হবে।

অন্য বছরের মতো এ বছরও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজধানী আগরতলা শহরের একাধিক জায়গায় বায়ু দূষণের মাত্রা পরিমাপক যন্ত্র লাগাবে। এতে দীপাবলির রাতে শহরে বায়ু দূষণের মাত্রা নির্ণয় করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।