রোববার (২৭ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশে দীপাবলিতে শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শুধু অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ী কম শব্দ বর্ধক এবং কম বায়ু দূষণকারী বাজি বিক্রি করতে পারবেন। কোনো প্রকাশ্য স্থানে মাইক বাজাতে হলে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। বাজি রাত আটটা থেকে রাত দশটার মধ্যেই ফাটাতে হবে।
অন্য বছরের মতো এ বছরও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজধানী আগরতলা শহরের একাধিক জায়গায় বায়ু দূষণের মাত্রা পরিমাপক যন্ত্র লাগাবে। এতে দীপাবলির রাতে শহরে বায়ু দূষণের মাত্রা নির্ণয় করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসসিএন/এইচএডি