ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন মানিক সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন মানিক সরকার

আগরতলা (ত্রিপুরা): আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে খোঁজ-খবর নিলেন ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে আগরতলার রামনগরের গাঙ্গাইল এলাকার সংখ্যালঘু বাসিন্দাদের বাড়িতে যান সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। এসময় তিনি আক্রান্ত কর্মী-সমর্থকদের সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন।

জানা যায়, সাবেক মন্ত্রী ও বিরোধী দলের বিধায়ক বাদল চৌধুরীর সঙ্গে পুলিশের অমানবিক আচরণ করার প্রতিবাদে মিছিলে অংশ নেওয়ায় সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মানিক সরকার বলেন, রাজ্যে এখন যা চলছে তা ঠিক নয়। গত বিধানসভা নির্বাচনের পর এলাকার বহু বাড়িতে কয়েক দফায় আক্রমণ হয়েছিল। বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা বেশি ঘটছে। যা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার।

এসময় মানিক সরকারের সঙ্গে সিপিআইএমের দুই বিধায়কসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।