শুক্রবার (০৮ নভেম্বর) নোট বন্দির ৩ বছর পূর্তিতে এনএসইউআই’র উদ্যোগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আয়োজিত হয় এ বিক্ষোভ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন এনএসইউআই’র ত্রিপুরা প্রদেশ কমিটির সহ-সভাপতি।
কর্মসূচি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানতে চাওয়া হয়, নোট বন্দির ফলে কাদের লাভ হয়েছে। সাধারণ মানুষ আসলে উপকৃত হয়েছেন কি? নোট বন্দির সময় ব্যাংকের লাইনে দাঁড়িয়ে যেসব মানুষের মৃত্যু হয়েছে তাদের আর্থিক সহায়তা করা হয়েছে কি? পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের যুব সমাজকে বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলে প্রতি বছর ২ কোটি বেকারের চাকরি হবে। এখন পর্যন্ত দেশের কতজন বেকারের চাকরি হয়েছে তা দেশবাসী জানতে চায়। পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে মোদীকে উচ্ছেদের ডাক দেন তারা।
২০১৬ সালের ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বন্দির ডাক দিয়েছিলেন। ৫০০ এবং ১০০০ রুপি’র নোটের পরিবর্তে তিনি নতুন নোট চালু করেন। এই বিষয়ে মোদীর দাবি ছিল, নোট বন্দির ফলে কালো রুপি উদ্ধার হবে এবং জাল রুপি বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসসিএন/এইচএডি/