বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আগরতলার শালবাগানে ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এস ওয়াই কে মিনজ।
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে মনিপুর ও মিজোরাম রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করে ত্রিপুরা হয়ে আবার প্রতিবেশী অন্য রাষ্ট্রে মাদক পাচার করে আন্তর্জাতিক মাদক পাচারকারীরা।
ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের আইজি জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত বিএসএফ জওয়ানরা চার কোটি ৮৭ লাখ ৫৭ হাজার রুপি মূল্যের আট হাজার নয়শ ৮২ কেজি গাঁজা, ১৭ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার রুপি মূল্যের তিন লাখ ৫১ হাজার ৫৬৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এছাড়া পাচারকালে এক কোটি সাত লাখ রুপির গবাদি পশু আটক করেছে বিএসএফ।
পাচার বাণিজ্য একেবারে বন্ধ না হলেও তারা তা অনেকটাই কমিয়ে আনতে পেরেছেন বলে জানান আইজি এস ওয়াই কে মিনজ।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসসিএন/এবি