বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিপাহীজলা জেলার অন্তর্গত মতিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (৩ জানুয়ারি) বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এ কে যাদব সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমুড়া বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার পাশে থাকা একটি ঘর থেকে ১ লাখ ৬৫ হাজার ৫০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ৫২ লাখ রুপি। এটিই এখন পর্যন্ত ত্রিপুরায় জব্দ নেশাদ্রব্যের সবচেয়ে বড় চালান।
এ কে যাদব জানান, এ ঘটনায় জড়িত মাদকপাচারকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের দ্রুত খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসসিএন/একে