ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিএসএফ’র কাছে অস্ত্রসহ ৩ এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
বিএসএফ’র কাছে অস্ত্রসহ ৩ এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ আত্মসমর্পণকারী তিন জঙ্গী: ছবি-বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারত সরকারের আহ্বানে সাড়া দিয়ে জঙ্গি জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি’র বিশ্বমোহন গোষ্ঠীর তিন কট্টর সদস্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ত্রিপুরার সিপাহীজলা জেলার গোকুলনগরস্থিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) ১৬৪ ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে এসে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন তারা।  

আত্মসমর্পণকারী ৩ জনের নাম সানা কুমার ত্রিপুরা (২৯), জারমা রাম ত্রিপুরা (২২) ও সুধারাম ত্রিপুরা (৩৮)।

 

দু’টি পিস্তল, পিস্তলের দু’টি ম্যাগজিন এবং ৫২৮টি তাজা গুলি বিএসএফ’র হাতে তুলে দেন তারা।  

বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক করুন বর্মা এক প্রেস রিলিজে এ খবর জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০।
এসসিএন/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।