ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ১৩ দফা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ১৩ দফা 

আগরতলা (ত্রিপুরা): ১৩ দফা দাবিতে শনিবার (২৯ ফেব্রুয়ারি) ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের অধিকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন রাজ্যের মাদ্রাসার শিক্ষকরা।

রাজধানী আগরতলা অফিস লেনস্থিত শিক্ষা ভবনে গিয়ে স্কুল শিক্ষা দফতরের অধিকর্তা সাজু ওয়াজেদের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষকদের ১৩ দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- রাজ্যে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি বোর্ড গঠন করা, মাদ্রাসা শিক্ষকদের চাকরি নিয়মিত করা, রাজ্য সরকার কর্তৃক ঘোষিত বেতন কাঠামো মাদ্রাসা শিক্ষকদেরকে প্রদান করা উল্লেখযোগ্য।

 

মাদ্রাসা শিক্ষকদের তরফে মোহন মিঞা সংবাদমাধ্যমকে জানান, শিক্ষা বিভাগের অধিকর্তা তাদের দাবি মনোযোগ সহকারে শুনেছেন। তিনি আশ্বস্ত করেছেন- এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।  

এ বিষয়ে শিক্ষকেরা দাবি পূরণে আশাবাদী বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।