ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিএসএফের ১২ জওয়ানের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ৪, ২০২০
ত্রিপুরায় বিএসএফের ১২ জওয়ানের করোনা শনাক্ত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আরও ১২ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া গেছে। এরা সবাই রাজ্যের ধলাই জেলার জওহরনগরস্থিত বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত জওয়ান।

রোববার (৩ মে) ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ পরীক্ষার রিপোর্ট আসার পর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ  তথ্য নিশ্চিত করেছেন।

রাজ্যবাসীকে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে ও একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সবমিলিয়ে ত্রিপুরা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৬ জন। তবে এর মধ্যে দুই জন ইতোমধ্যে আগরতলা মেডিক্যাল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মে ০৪, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।