ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আরও ১৩ জনের করোনা পজিটিভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, মে ৫, ২০২০
ত্রিপুরায় আরও ১৩ জনের করোনা পজিটিভ ছবি: প্রতীকী

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

সোমবার (০৪ মে) রাতে রিপোর্ট আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব কুমার দেব এ তথ্য জানান।  

তিনি আরও জানান, আক্রান্ত সবাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৩৮ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

এই ব্যাটালিয়নটির প্রধান কার্যালয় ধলাই জেলার আমবাসা এলাকায়।
 
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অহেতুক চিন্তা না করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।

এর আগে রোববার (০৩ মে) বিএসএফের ওই ব্যাটালিয়নের ১২ জন জওয়ানের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। পরে এদিন সন্ধ্যার পর তাদের আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাসে ২৯ জন আক্রান্ত হলেন। এরমধ্যে দুইজন সুস্থ হয়ে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।  

রাজ্যে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার করোনা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়:  ০২৩০ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।