ভূকম্পের উৎস স্থল ভারতের মনিপুর রাজ্যের কাকচাংখন এলাকার ভূগর্ভ থেকে প্রায় ৫৭কিমি গভীরে।
তবে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অধিকাংশ মানুষের বক্তব্য তারা ভূমিকম্প অনুভূত করতে পারেননি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, মে ২৫, ২০২০
এসসিএন/এমএমএস
আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ১২মিনিট নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। earthquake.usgs.gov এর দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫দশমিক ১।
ভূকম্পের উৎস স্থল ভারতের মনিপুর রাজ্যের কাকচাংখন এলাকার ভূগর্ভ থেকে প্রায় ৫৭কিমি গভীরে।
তবে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অধিকাংশ মানুষের বক্তব্য তারা ভূমিকম্প অনুভূত করতে পারেননি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, মে ২৫, ২০২০
এসসিএন/এমএমএস