ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সীমিত আকারে উদযাপিত হচ্ছে রাখী বন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
ত্রিপুরায় সীমিত আকারে উদযাপিত হচ্ছে রাখী বন্ধন

আগরতলা (ত্রিপুরা): সোমবার (৩ আগস্ট) শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এ তিথিতে প্রতিবছর রাখী বন্ধন উৎসব উদযাপন করা হয়।

অন্যান্য বছরের মতো এবছরও ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে রাখী বন্ধন উৎসব সীমিত আকারে উদযাপিত হচ্ছে।

এদিন বিজেপির মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মার নেতৃত্বে দলের সদস্যরা আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের হাতে রাখী ও মিষ্টি তুলে দেন।  

এ সময় আগরতলার সিটি সেন্টারের পৌর নিগমের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সাফাই কর্মীদের হাতে এ রাখী তুলে দেওয়া হয়।

মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা বাংলানিউজকে জানান, তারা প্রতি বছর ধুমধামের সঙ্গে রাখী উৎসব উদযাপন করে থাকেন। চার থেকে পাঁচ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির কারণে রাখী উৎসব কিছুটা সীমিত আকারে উদযাপন করা হচ্ছে। অন্যান্য বছর বিজেপির নেতাকর্মীরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের হাতে রাখী পরিয়ে দিতেন। কিন্তু এবছর করোনার কারণে তারা পৌর নিগমের সাফাই কর্মীদের কাছে রাখী ও মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছেন। এ সময় একটি করে রাখী হাতে ও মিষ্টির প্যাকেট সাফাই কর্মী তুলে দেন বিজেপির নেতাকর্মীরা।

প্রতিবছর ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় গিয়ে মহিলা মোর্চা সদস্যরা সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে রাখী পরিয়ে দিতেন কিন্তু এবছর তারা রাখী ও মিষ্টির প্যাকেট বিওপি গুলিতে দিয়ে এসেছেন বলেও জানান ঝর্ণা দেববর্মা।

এ কর্মসূচিতে মহিলা মোর্চা সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বনমালী পুর মহিলা মোর্চার মুখপাত্র চামেলী প্রমুখ।
 

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।