আগরতলা (ত্রিপুরা): আগামী শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে।
উত্তর-পূর্ব ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটির তরফেও স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেওয়া হয়েছে।
যাত্রীদের শরীর ও মালামাল পরীক্ষার পাশাপাশি গোটা বিমানবন্দর চত্বর মেটাল ডিটেক্টর এবং কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
আগরতলা বিমানবন্দরের টার্মিনাল ম্যানেজার জাম্পু সংবাদমাধ্যমকে জানান, তারা স্বাধীনতা দিবস কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। তাই বিমানবন্দরে বাড়তি সর্তকতা অবলম্বন করা হয়েছে।
তাছাড়া, ত্রিপুরা পুলিশও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ নজরদারি চালাচ্ছে রাজধানী আগরতলাসহ রাজ্যের অন্য গুরুত্বপূর্ণ শহরে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এসসিএন/এফএম