ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মহামারির মধ্যেও তিপ্রাল্যান্ড দাবি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
মহামারির মধ্যেও তিপ্রাল্যান্ড দাবি দিবস পালিত

আগরতলা (ত্রিপুরা): সাবেক বছরগুলোর মতো রোববার (২৩ আগস্ট) ত্রিপুরা রাজ্যের জনজাতি ভিত্তিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) তিপ্রাল্যান্ড দাবি দিবস হিসেবে পালন করেছে।

অন্যান্য বছরগুলোতে আইপিএফটি দল ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত খুমলুং এলাকায় বিশাল জনসভার আয়োজন করে থাকলেও, এবছর করোনা ভাইরাসের মহামারির কারণে তারা সাবেক বছরগুলোর মতো বড় করে পালন করেনি।

এবছর আইপিএফটি দল এবং তাদের শাখা সংগঠন বিভিন্ন এলাকায় ছোট আকারে এই দিনটি উদযাপন করে। তারা এদিন শুধুমাত্র মিছিলের মধ্য দিয়েই অনুষ্ঠান কর্মসূচি শেষ করে নেন।

মূলত ত্রিপুরা রাজ্যকে ভেঙ্গে তিপ্রাল্যান্ড রাজ্য নামে আলাদা একটি নতুন রাজ্য গঠন করার দাবিতে প্রতিবছর ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসসিএন/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।