আগরতলা (ত্রিপুরা): এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার (২ নভেম্বর) ত্রিপুরা তথা ভারতবর্ষের প্রথম বাঁশ ভান্ডারের আনুষ্ঠানিক শিলান্যাস হলো।
ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত খোয়াই নদী ও ৮ নম্বর জাতীয় সড়কের পাশে চাকমাঘাট এলাকায় হয় এ বাঁশ ভান্ডারের শিলান্যাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনদপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, স্থানীয় বিধায়ক ড. অতুল দেববর্মা, ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা বেম্বো মিশনের অধীকর্তা ড. প্রশান্ত কুমার গোয়েল প্রমুখ।
এদিন বাঁশ বেত শিল্পীদের তাদের কাজের যন্ত্রপাতি সম্বলিত একটি করে কিট বক্স দেওয়া হয়। মোট ১২ জন শিল্পীর হাতে এই কিট বক্স তুলে দেওয়া হয়।
মূলত ত্রিপুরা রাজ্যের বাঁশ, চাষি, ব্যবসায়ী এবং বাঁশ ভিত্তিক যেসব শিল্প রয়েছে এই শিল্পের মালিকদের সুবিধার কথা চিন্তা করে এই ভান্ডার নির্মাণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসসিএন/এইচএডি