আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে ধীরে ধীরে করোনা মহামারির প্রকোপ কমে আসছে। আগে যেখানে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা কেয়ার সেন্টারে ২০০ থেকে আড়াইশ রোগী ভর্তি থাকত।
রোববার (১৩ ডিসেম্বর) ওই হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান পশ্চিম লোকসভা আসনের এমপি প্রতিমা ভৌমিক।
তিনি বলেন, ২০২১ সালে ত্রিপুরা রাজ্য সব বাধা বিপত্তি কাটিয়ে আবার সুস্থ ও সুন্দর হয়ে উঠবে এই প্রত্যাশা রাখছেন তিনি। কারণ এই সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন ভারতবর্ষে চলে আসবে। তবে সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এই আহ্বান রাখেন।
সব সময় নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলেও জানান।
এদিন তিনি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার মেডিসিন ইউনিটসহ অন্যান্য ইউনিট ঘুরে রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা বিষয়ে জেনে নেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসসিএন/এএটি