আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, করোনা ভাইরাস মহামারির মধ্যেও ত্রিপুরা রাজ্যে বাৎসরিক মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৬ রুপি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী আগরতলার পার্শ্ববর্তী বজরং নগর শিল্প তালুকের মুখ্যমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করেছে নতুন একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমুখী নীতির ফলে রাজ্যে একের পর এক শিল্প-কারখানা হচ্ছে। করোনা ভাইরাস মহামারির মধ্যেও ত্রিপুরা রাজ্যে বাৎসরিক মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৬ রুপি। বর্তমান সরকার ক্ষমতায় এসে মাত্র দুই বছরে সাধারণ মানুষের বাৎসরিক গড় আয় এ জায়গায় পৌঁছে দিয়েছে। অথচ আগের সরকারের সময় ত্রিপুরা রাজ্যের মানুষের বাৎসরিক মাথাপিছু আয় ছিল মাত্র ১ লাখ ৪৪৪ রুপি। গড় আয় বেড়েছে ২৩ শতাংশ। ত্রিপুরার চেয়ে পশ্চিমবঙ্গ অনেক বড় হওয়ার পরও তাদের বাৎসরিক মাথাপিছু আয় ১ লাখ ১৫ হাজার রুপি। তাই অন্য কোনো সরকার এলে উন্নয়ন হবে, এ ধারণা ভুল। ’
তিনি বলেন, ‘যারা সোনামুড়া মহকুমা শ্রীমন্তপুর নির্মিত নৌরুট নিয়ে হাসাহাসি করছেন, তারা আগামী দিনে ঠিক জবাব পেয়ে যাবেন। ত্রিপুরাবাসীর জন্য এ রুটটি তৈরি হচ্ছে এবং আগামী দিনে সাধারণ মানুষ নৌকা দিয়ে যাতায়াত করতে পারবেন, তা ইতোমধ্যে সমালোচনাকারীরা টের পেয়ে গেছেন। ’
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর পিকে গোয়েলসহ অন্য কর্মকর্তারা। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীসহ অন্যরা দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসসিএন/এফএম