ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক কেজি চা বিক্রি হলো সাড়ে ১২ হাজার রুপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ত্রিপুরায় এক কেজি চা বিক্রি হলো সাড়ে ১২ হাজার রুপি

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের চায়ের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।  রাজ্যের উৎপাদিত চা ১২ হাজার ৫শ রুপি প্রতি কেজি দামে বিক্রি হয়েছে।

যা রাজ্যের উৎপাদিত চায়ের সর্বোচ্চ মূল্য।  

পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে একটি সংস্থা ওই চা কিনে নিয়েছে।

রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরের শুভময়ী এগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করেছে এই চা-পাতা। সম্পূর্ণ হাতে তৈরি অর্গানিক অর্থডকস চা প্রথম পর্যায়ে মোট ৫ কেজি কিনে নিয়েছে সংস্থাটি বলে শুভময়ী এগ্রো ইন্ডাস্ট্রির পরিচালন কমিটির সদস্য দিগন্ত বর্মণ বাংলানিউজকে জানিয়েছেন।  

তিনি জানান, অমৃতসরের সংস্থাটি ওই চা-পাতা ডেনমার্কে পাঠাবে। তাই আশা করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের চা-পাতা নিয়মিতভাবে এই দামে বিক্রি হবে এবং বিদেশেও রপ্তানি হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।