আগরতলা (ত্রিপুরা): দুই সপ্তাহের জন্য বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সোমবার (২৬ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
বাংলাদেশের নাগরিক যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন এবং যাদের ভিসার মেয়াদ এর মধ্যে শেষ হয়ে যাবে তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশন, কলকাতার ডেপুটি হাইকমিশন অথবা আগরতলার সহকারী হাইকমিশনে যোগাযোগ করলে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরে যেতে পারবেন।
ত্রিপুরা রাজ্যে এমন কেউ থাকলে তাদের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে তাদের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং বাংলাদেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারিন্টিনে থাকতে হবে নিজ খরচে।
সোমবার (২৬ এপ্রিল) বাংলানিউজকে একথা জানান আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসাইন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
এসসিএন/এএ