আগরতলা (ত্রিপুরা): খোয়াই জেলার কল্যাণপুর গিলাতলী পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলে গরু চরাতে গিয়ে বন্য হাতির আক্রমণে নিরঞ্জন দাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মে) সন্ধ্যার পর ঘিলাতলী পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলে এ ঘটনা ঘটে।
আহত প্রদীপ দেবনাথের ভাতিজার বরাত দিয়ে স্থানীয়রা জানান, এ দিন নিরঞ্জন দাস ও প্রদীপ দেবনাথ নাম দুই ব্যক্তি গরু চরাতে পার্শ্ববর্তী জঙ্গলে যান। সন্ধ্যার দিকে সেখানে থেকে ফেরার পথে তারা বন্য হাতির আক্রমণের শিকার হন। এসময় প্রদীপ দেবনাথ কোনোমতে প্রাণে বেঁচে গেলেও নিরঞ্জন দাস হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর বর্তমানে প্রদীপ দেবনাথ গুরুতর আহতাবস্থায় কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার খবর পেয়ে সাধারণ মানুষ, পুলিশসহ বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ১৫, ২০২১
এসসিএন/ওএইচ/