ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় কাজের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
আগরতলায় কাজের দাবিতে বিক্ষোভ মিছিল

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বামফ্রন্ট সমর্থিত দুটি যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ও উপজাতি যুব সংগঠন (টিওয়াইএফ) কাজের দাবিসহ সরকারের দেওয়া প্রতিশ্রুতি সংক্রান্ত মোট আট দফা দাবিকে সামনে রেখে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শনিবার (২১ আগস্ট) আগরতলায় তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এদিন রাজধানীর মেলার মাঠ এলাকার ছাত্র-যুব ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে ডিওয়াইএফআইয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব বলেন, পুরো রাজ্যব্যাপী আগামী দিনেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় আসার আগে বিজেপির নেতা-নেত্রীরা সারা রাজ্য ঘুরে তরুণ-তরুণীদের আশ্বাস দিয়েছিলেন বছরে ৫০ হাজার লোকের নতুন করে কর্মসংস্থান করা হবে। কিন্তু সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন বছর হয়ে গেলেও এখনো এই প্রতিশ্রুতি অধরা রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।