ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
আগরতলায় বাংলাদেশ দূতাবাসে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত

আগরতলা (ত্রিপুরা): আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় হাই কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীদের রাখি পরিয়ে দেওয়া হয়।

প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ রাখি উৎসব আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।

পরে দূতাবাসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়।  

মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের অন্যতম একটি উৎসব।  

এসময় বাংলাদেশের পক্ষ থেকে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সব সদস্যদের ধন্যবাদ জানান সহকারী কমিশনার।

প্রতিবছর প্রজাপতি ব্রহ্মকুমারীর পক্ষ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।