ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদত্যাগ রেবতী মোহন দাস

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন স্পিকার রেবতী মোহন দাস।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সংবাদ মাধ্যমকে তিনি নিজেই বিষয়টি জানান।

বিধানসভায় ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।  

সাংবাদিকরা তার পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলবেন না। পরে বিকেলে আগরতলার পার্শ্ববর্তী যোগেন্দ্র নগর এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে তিনি জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তবে কি তিনি কোনো চাপের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন? এখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সচেতন মহলে।

বিশেষ সূত্রে জানা গেছে, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী পরবর্তী স্পিকার মনোনীত হতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।