ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১৪৪ ধারা উঠলেই পদযাত্রা করবে তৃণমূল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
১৪৪ ধারা উঠলেই পদযাত্রা করবে তৃণমূল যোগদান সভায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা

আগরতলা (ত্রিপুরা): আগরতলার একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২অক্টোবর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৫০ জন ভোটার তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন।

এ সময় যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান দলের পশ্চিমবঙ্গের সাংসদ ড. শান্তনু সেন।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কাঁপছে বিজেপি। আমরা যেন পদযাত্রা করতে না পারি সেজন্য আগরতলা শহরে ১৪৪ ধারা জারি করেছে তারা। ১৪৪ ধারা জারি করে রাজ্যবাসীকে শারদোৎসব এবং দীপাবলির আনন্দ থেকে বঞ্চিত করেছে বিজেপি।

তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটকাতে পারবে না তারা। ১৪৪ ধারা তুলে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে পদযাত্রা করবে তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১।
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।