ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পুলিশে নিয়োগের দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
পুলিশে নিয়োগের দাবিতে আগরতলায় বিক্ষোভ পুলিশে নিয়োগের দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা পুলিশে নিয়োগের দাবিতে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

সম্প্রতি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পুলিশের অন্তর্গত ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনীতে নতুন করে নিয়োগের জন্য অফার দেওয়া হয়। সরকারের এই অফার দেওয়ার পর রাজ্যজুড়ে অশান্তির সৃষ্টি হয়।  

নিয়োগ বঞ্চিতদের অভিযোগ, তারা টিএসআর বাহিনীতে চাকরির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং শারীরিক মাপকাঠিতে তারা সঠিক রয়েছেন। তারপরও তাদের বঞ্চিত করা হয়েছে। অভিযোগে তারা আরও বলেন, সব দিক দিয়ে সঠিক থাকার পরও টাকার বিনিময়ে চাকরি অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে।  

বিক্ষোভের ঘটনায় সিটি সেন্টারের সামনে বিপুল পরিমান পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।