আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরার আনারস ও কাঁঠাল বিদেশে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে ত্রিপুরা আনারস ও কাঁঠাল মিশন প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, এ মিশন আগামী পাঁচ বছরের জন্য হাতে নেওয়া হয়েছে। মিশনের মেয়াদকাল ১ এপ্রিল থেকে ২০২৭ সাল পর্যন্ত। পরবর্তী সময় এই মিশনের সফলতার মাপকাঠি বিচার বিশ্লেষণ করে প্রকল্পের সময়কাল আরও বাড়ানো যেতে পারে। এ প্রকল্পের জন্য আনুমানিক বাজেট ১৫৩ কোটি রুপি ধরা হয়েছে।
প্রকল্প সঠিক বাস্তবায়নে আগামীতে ত্রিপুরার আনারস ও কাঁঠালের চাহিদা যেমন বাড়বে পাশাপাশি এর একটি ইতিবাচক পরিচিতিও ঘটবে বলে মন্ত্রী আশাব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসসিএন/এএটি