আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে হোলি উৎসব শনিবার (১৯ মার্চ)। এ উপলক্ষে বিভিন্ন বয়সী মানুষ রং খেলায় মেতেছেন।
এদিন সকাল থেকেই পাড়ায় পাড়ায় শুরু হয়েছে রং খেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বৃদ্ধি পেয়েছে।
হোলি উৎসব উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনেও রং খেলার আয়োজন করা হয়।
নানা জাতি-ধর্ম-বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীকে রং দিয়ে যান। পাশাপাশি ক্ষমতাসীন বিজেপি দলের কর্মী-সমর্থকরাও এই উৎসবে সামিল হয়েছিলেন। রঙের উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘হোলি হচ্ছে বন্ধন এবং রঙের উৎসব। বিশেষ এ দিনে রাজ্যবাসী নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের বার্তাকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এসসিএন/এএটি