আগরতলা, (ত্রিপুরা): রোববার (২২ মে) দিনটিকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। সারাদেশের সঙ্গে মিল রেখে ত্রিপুরায়ও দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এদিন প্রথমে একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি আগরতলার হেরিটেজ পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে। র্যালিতে আগরতলা সাইক্লিস্ট ক্লাবের সদস্যারা অংশ নেন।
উপস্থিত ছিলেন বন দপ্তরের মুখ্য-বনাধিকারিক (পিসিসিএফ) ড. ডি কে শর্মাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
ড. ডি কে শর্মা বলেন, এবছরের থিম হচ্ছে প্রকৃতি ও সব জীবজন্তুকে সমান গুরুত্ব দেওয়ার অঙ্গীকার। প্রকৃতিকে রক্ষা করা জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ প্রকৃতিই মানুষের জন্য খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। এরপর রাজধানীর হাতিপাড়া এলাকার প্রকৃতি ভবন প্রাঙ্গণে বসে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় শিশু-কিশোর অংশ নেয়।
ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২২, ২০২২
এসসিএন/এএটি