আগরতলা (ত্রিপুরা): জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।
শুক্রবার (২৭ মে) বিকেলে আগরতলার বনমালীপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব প্রমুখ।
মিছিল শুরুর আগে নেত্রী সুস্মিতা দেব বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির হার চরম আকার ধারন করেছে। জ্বালানি তেলের মূল্য একদফায় ১০ গুণ বাড়িয়ে তারপর মানুষকে বোকা বানানোর উদ্দেশ্যে সামান্য কমানো হচ্ছে। দেশে বেকারত্ব চরম আকার ধারন করেছে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে।
উপনির্বাচনে সরকারি দল সবসময় বেশি সুবিধা পায়। তবে চারটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও জানান সুস্মিতা দেব।
অপরদিকে সুবল ভৌমিক বলেন, বর্তমানে সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে জীবন যাপন করছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সবাই মা, মাটি ও মানুষের সরকার চাইছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসসিএন/এনএসআর