ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা থেকে হজে যাচ্ছেন একশ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ৮, ২০২২
ত্রিপুরা থেকে হজে যাচ্ছেন একশ জন

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের মতো এ বছরও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসল্লিরা হজ করতে সৌদি আরবের মক্কায় যাবেন। হজে যাওয়ার জন্য ত্রিপুরার মোট ১২৭ জন আবেদন করেছেন।

 

আদেনকারীদের মধ্যে ৬৫ বছরের বেশি বয়সীদের বাদ দিয়ে ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩২ জন।  

ত্রিপুরা রাজ্য কমিটির চেয়ারম্যান জসীম উদ্দীন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, এবছর ত্রিপুরা থেকে কবে হজ যাত্রা শুরু হবে, তা কেন্দ্রীয় হজ কমিটি নির্ধারণ করেনি। আগের বছরের তুলনায় হজযাত্রীর সংখ্যা বেড়েছে, কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছর ভারত থেকে কেউই হজে যায়নি।

ত্রিপুরা সরকারের তরফে হজযাত্রীদের ট্রেইনিং করানো হয়, ভেকসিন দেওয়া হয়। তাদের যাওয়া ও আসার সময় আগরতলা এবং কলকাতায় বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।  

সেই সঙ্গে প্রত্যেক হজযাত্রীকে একটি বেডসিট ও একটি টাওয়াল সরকারের পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সৌদি আরব যাওয়া-আসা, থাকা-খাওয়ার এবং অন্যান্য সকল খরচ হজযাত্রীরা নিজে বহন করে থাকেন।

প্রসঙ্গত, আগামী ৭ জিলহজ ১৪৪৩ হিজরি (৭ জুলাই) থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।


বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।