ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচন: ত্রিপুরার ভোটের বাক্স গেল দিল্লিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
রাষ্ট্রপতি নির্বাচন: ত্রিপুরার ভোটের বাক্স গেল দিল্লিতে

আগরতলা(ত্রিপুরা): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিপুরা বিধানসভার সদস্যদের ভোট দেওয়া ব্যালট বাক্সটি মঙ্গলবার (১৯ জুলাই) দিল্লিতে নিয়ে যাওয়া হলো।  

এর আগে সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ পর্ব।

ভোট শেষে ব্যালট বাক্সটিকে ত্রিপুরা বিধানসভার ট্রাংরুমে কড়া প্রহরায় রাখা হয়েছিল।  

ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা কিরন গিত্যে ও রাষ্ট্রপতি নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এস মগসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্ট্রংরুম থেকে ভোটবন্দি ব্যালট বাক্স বের করা হয়। গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আগরতলা বিমান বন্দরে। পরে প্লেনে করে ভারতের জাতীয় রাজধানী দিল্লি পাঠানো হয়।  

এই ব্যালট বক্সের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এস মগ নিজেও দিল্লি যান। এটি বর্তমানে দিল্লির পার্লামেন্ট ভবনে থাকবে এবং ২১ জুলাই সারাদেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এই ব্যালট বক্সের ভোট গণনা করা হবে জানিয়েছেন কিরণ গিত্যে।  

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ত্রিপুরায় মোট ৬০টি ভোট রয়েছে এর মধ্যে ৫৭টি ভোট পড়েছে এখানে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।