আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ এবং ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে শিক্ষা দফতর ঘেরাও অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাজধানীর বি এম চৌমুহনীর বীরেন্দ্র ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে অফিস লেনের শিক্ষা ভবন প্রঙ্গনে এসে ঘেরাও করে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করে বলেন, ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। অভিলম্বে রাজ্য সরকারকে শিক্ষার হাল ফেরানোর জন্য উদ্যোগ নিতে হবে। এখানে শিক্ষার্থী হিসেবে শিক্ষক নেই। এ সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।
তাদের এ দাবিগুলো পূরণ না হলে আগামী দিন আরও বড় পরিসরে আন্দোলনে যাবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসএন/জেডএ