ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

একতা কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরায় বাইক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
একতা কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরায় বাইক র‌্যালি

আগরতলা (ত্রিপুরা): ভারতজুড়ে এখন চলছে রাষ্ট্রীয় একতা কর্মসূচি। ত্রিপুরারাজ্যেও যথাযোগ্য মর্যদায় এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ত্রিপুরা পুলিশের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো মোটর বাইক র‌্যালি।

র‌্যালিটি রাজধানী আগরতলার এডি নগর এলাকার পুলিশ লাইনের মাঠ থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে মোট ৫৬ জন পুলিশ সদস্য অংশ নেন।  

সবুজ পতাকা নেড়ে র‌্যালির সূচনা করেন ত্রিপুরা পুলিশের আইন শৃঙ্খলা শাখার অ্যাসিস্টেন্ট ইনিসপেক্টর জেনারেল (এআইজিপি) এল ডালং।

তিনি জানান, গত ২১ অক্টোবর পুলিশ স্মরণ দিবস থেকে রাষ্ট্রীয় একতা কর্মসূচি শুরু হয়েছে, তা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। জাতীয় ঐক্য, মৈত্রী ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।