ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বাজেট

২০২৩-২৪ অর্থবছরে স্থাপন করা হবে ডিজিটাল ব্যাংক

সিনিয়র করেসডন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ১, ২০২৩
২০২৩-২৪ অর্থবছরে স্থাপন করা হবে ডিজিটাল ব্যাংক

ঢাকা: আগামী ২০২৩-২৪ অর্থবছরে ডিজিটাল ব্যাংক স্থাপন করা হবে। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া দ্রুততর এবং এর পরিধি ব্যাপকতর করতে ডিজিটাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, একই সঙ্গে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি প্রয়োগ করে ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার জন্য কাজ করছি।  

তিনি আরও বলেন, ডিজিটাল ব্যাংক ও ক্রেডিট স্কোরিং চালু হলে খুব সহজে ভুয়া ও বেনামি ঋণ গ্রহীতাকে শনাক্ত করা সম্ভব হবে এবং প্রকৃত ঋণ গ্রহীতাদের জন্য ঋণ গ্রহণ প্রক্রিয়া অনেক সহজ হবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।