ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

বাজেট

বাজেটে সুদ পরিশোধে ব্যয় হবে এক লাখ ১৩ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ৬, ২০২৪
বাজেটে সুদ পরিশোধে ব্যয় হবে এক লাখ ১৩ হাজার কোটি টাকা

ঢাকা: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে ব্যয় হবে এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। যা মোট বাজেটের ১৪ দশমিক ২৪ শতাংশ।

বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সুদ বাবদ সরকারের ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ৯৩ হাজার কোটি টাকা। আর বিদেশি ঋণের সুদ পরিশোধ হবে ২০ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধে যত অর্থ রাখা হয় তা ১০ মাসেই শেষ হয়ে গেছে। গত এক দশকে দেশের বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ১০৮ শতাংশ। চলতি অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ পরিস্থিতিতে সুদ পরিশোধের অর্থ বরাদ্দ বাড়াতে বাধ্য হচ্ছে সরকার।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ৬, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।