ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

এবারের লক্ষ্য নিরক্ষরতামুক্ত বাংলাদেশ

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুন ৫, ২০১৪
এবারের লক্ষ্য নিরক্ষরতামুক্ত বাংলাদেশ

ঢাকা: এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের এবারের লক্ষ্য হবে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করা।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা জানান অর্থমন্ত্রী।


 
মুহিত বলেন, দেশকে নিরক্ষরতামুক্ত করার জন্য মৌলিক স্বাক্ষরতা কার্যক্রমের আওতায় ৪৫ লাখ নিরক্ষর কিশোর ও ১৫-১৬ বছর বয়সীদের মৌলিক স্বাক্ষরতা ও জীবনমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
নিরক্ষরতামুক্ত করতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছি জানিয়ে মুহিত বলেন, প্রাথমিক শিক্ষা নীতিমালা প্রণয়ন, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং উপজেলা ও মহানগর শিক্ষা কমিটি পুনর্গঠন এবং উপানুষ্ঠানিক শিক্ষানীতির বাস্তবায়ন করা হবে।
 
এবার শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ১৫ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গত বছর যা ছিল ১৪ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ৭৩৬ টাকা।
 
আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছে ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ২৭০ টাকা। গত অর্থবছর যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৬৬ হাজার ২৯৭ টাকা।
 
 
** শিক্ষাখাতে প্রযুক্তিনির্ভর পাঠদানে গুরুত্ব

শিক্ষাখাতে প্রযুক্তিনির্ভর পাঠদানে গুরুত্ব

বাংলাদেশ সময়:  ১৭০২ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।