ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৪
অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ওসমানী মিলনায়তন থেকে: জাতীয় বাজেট ঘোষণার একদিন পর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া চারটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সূচনা বক্তব্য রাখছেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেট নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে, সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে রয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এছাড়াও সরকারের মন্ত্রী-সচিব, বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক বিসয়ক উপদেষ্টা গওহর রিজভী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল হক, টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ব্যাংক গর্ভনর আতিউর রহমান, এনবিআর চেয়ারম্যান আছেন মিলনায়তনে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।