ঢাকা: সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের অভিজ্ঞতার পর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও উদ্ধারে ব্যবহৃত যন্ত্রপাতি ক্রয়ে কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আমাদের এ অঞ্চলের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার।
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি নেপালে সংঘটিত প্রলঙ্করী ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও এ জাতীয় দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তার জন্য এতদ সংশ্লিষ্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চিহ্নিত অত্যাবশকীয় যন্ত্রপাতি সহজলভ্য ও সুলভ করার লক্ষ্যে যন্ত্রপাতি ও পণ্যের আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করছি।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমআইএইচ/এমজেএফ