ঢাকা: কাঁচা পাট কেনায় যোগানদানের পর এবার পাট ও পাটজাত পণ্যের স্থানীয় বিক্রির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
একইসঙ্গে পাট ও পাটজাত পণ্যের লাইসেন্স ইস্যু ও নবায়নেও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সুযোগ থাকছে। বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত মোট বাজেটের অনুন্নয়ন খাতে ১ লাখ ৯৬ হাজার ৫১৩ কোটি টাকার ২ দশমিক ১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ২০১৩-২০১৪ অর্থবছরে বাংলাদেশের অন্যতম সম্ভবনাময় খাত পাট শিল্পের গুরুত্ব বিবেচনায় কাঁচা পাট কেনার ক্ষেত্রে যোগানদার সেবার বিপরীতে ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়। এরই ধারাবাহিকতায় একটি সবুজ ও শ্যামল পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে পাটজাত পণ্যের স্থানীয় বিক্রির ওপর বিদ্যমান ব্যবসায়ী পর্যায়ে পণ্যের লাইসেন্স ইস্যু ও নবায়ন ফির ১৫ শতাশং মূল্য সংযোজন কর প্রত্যাহারের প্রস্তাব করছি। আশা করি, এতে সমস্যাসংকুল পাট শিল্পের সমৃদ্ধির গতি প্রণোদিত হবে।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জুন ৫, ২০১৫
এসএমএ/এসআই