ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করহার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পশেকালে অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিতে বাজেটে বহাল রাখার প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ঢাকার দু’টি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ হাজার, অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার ছাড়া জেলা, পৌরসভা ও অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের ন্যূনতম ৪ হাজার হাজার টাকা কর দিতে হয়।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরইউ/এসএইচ ।