ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগের জন্য গত অর্থবছরের তুলনায় দু’হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজের বক্তৃতা থেকে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের জন্য এবার ২১ হাজার ৩শ ২৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য বাজেটে ১ হাজার ৩শ ৭৭ কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যেখানে গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৪শ ৬৯ কোটি টাকা। এ বিভাগের জন্য এবার ৯২ কোটি টাকা কম রাখার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৬
ইইউডি/এএ