ঢাকা: ঢাকার পূর্বাচলে ১৪২ তলাবিশিষ্ট একটি আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার স্বপ্ন দেখছে সরকার।
ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে দেওয়া ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় এ ‘স্বপ্ন’র কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি জানান, কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে একসঙ্গে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার।
মুহিত বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। দেশি-বিদেশি সবার কাছে পূর্বাচল আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান হিসেবে বিবেচিত হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ৭০ একর জমির প্রয়োজন হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর সম্ভব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০২, ২০১৬
এজেড/এএ