ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

শিশুশ্রম রোধে বাজেটে তিন পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ২, ২০১৬
শিশুশ্রম রোধে বাজেটে তিন পদক্ষেপ

ঢাকা: শিশু শ্রমিকদের নিয়ে জরিপ, খাদ্য নিশ্চিত করা এবং তাদের শিক্ষা গ্রহণের প্রতি আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানিয়েছেন, এই তিন পদক্ষেপে শিশুশ্রম কমিয়ে আনতে চেষ্টা চালাবে সরকার।


 
বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে মুহিত বলেন, ১৪ বছরের কম বয়সের প্রায় ১৫ থেকে ২০ লাখ শিশু নানাভাবে শ্রমিকের কাজ করে। এজন্য প্রথমেই শিশু শ্রমিকদের উপর একটি জরিপ কাজ সম্পাদন করা হবে।

তিনি বলেন, প্রত্যেক শিশুর জন্য খাদ্য প্রদানের ব্যবস্থা করা হবে।

এসব শিশুকে শ্রমের পরিবর্তে শিক্ষায় আকৃষ্ট করতে সামাজিক উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।