ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বিদেশ থেকে আনা যাবে ২০ ভরি স্বর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জুন ২, ২০১৬
বিদেশ থেকে আনা যাবে ২০ ভরি স্বর্ণ

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যাগেজ রুলস, ২০১২ সংশোধনের মাধ্যমে বৈধ পথে শুল্ক পরিশোধের শর্তে ২০ ভরি স্বর্ণ আমদানির সুযোগ রাখা হয়েছে।
 
এনবিআরের সুপারিশে উত্থাপিত বাজেটে এ সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী ১৭ ভরি স্বর্ণ বিদেশ থেকে নিয়ে আসতে পারতেন।
 
বর্তমানে বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী ২শ’ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারেন।
 
প্রস্তাবনায় বলা হয়, একজন যাত্রী ১১৬ গ্রাম ওজনের দুটো স্বর্ণবার নিয়ে এলে আটক হন। আবার একটি কিনলে তিনি ব্যাগেজ সুবিধার পূর্ণ সুযোগ নিতে পারেন না।
 
বিদেশে তৈরি অধিকাংশ সোনার বারের ওজন ১০০ ও ১১৬ গ্রামের হয়ে থাকে। নতুন রুলের কারণে যাত্রীরা অনায়াসে ১১৬ গ্রামের দুটো বার আনতে পারবেন।
 
শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে বাজেটে এ সীমা ২শ’ থেকে ২৩৪ গ্রামে উন্নীত করার প্রস্তাব দেয়া হয়। প্রতি ভরি স্বর্ণের ওপর ৩ হাজার টাকা শুল্ক প্রযোজ্য রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।