ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

ভেবে চিন্তে ভ্যাট আইন বাস্তবায়ন করা উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
ভেবে চিন্তে ভ্যাট আইন বাস্তবায়ন করা উচিত

ঢাকা: চলতি অর্থবছরের বাজেটকে ব্যবসাবান্ধব জানিয়ে ভ্যাট আইন বাস্তবায়নের আগে সরকারকে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের বিষয়টি ভেবে দেখার আহবান জানিয়েছেন এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ।
 
বৃহস্পতিবার (২জুন) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ আহবান জানান।


 
তিনি বলেন, বাজেট উচ্চাভিলাসী না হলে দেশের উন্নয়ন হয় না। আর্থিক সময় চাঙ্গা করতে এটি সময়োপযোগী বাজেট।
 
ভবিষ্যতে ভ্যাট আইন বাস্তবায়ন করতে হলে অবশ্যই দেশের ব্যবসায়ীদের উপযোগী ও বিদেশিদের পরামর্শ না নিয়ে করা উচিত।
 
কারণ আইন বাস্তবায়ন হলে দেশের ক্ষুদ্র, মাঝারি, হস্ত শিল্প চরম ক্ষতিগ্রস্ত হবে।
 
তবে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা করা উচিত বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।
 
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ২, ২০১৬
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।