ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেট বাস্তবায়নে সক্ষমতা নেই: মির্জা আজিজুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুন ৩, ২০১৬
বাজেট বাস্তবায়নে সক্ষমতা নেই: মির্জা আজিজুল

ঢাকা: চলতি অর্থবছরের প্রস্তাবিত নতুন বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম।
 
বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এরমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ব্যবস্থা থেকে আদায় করা হবে দুই লাখ তিন হাজার ১৫২ কোটি টাকা।

এ বিষয়ে মির্জা আজিজুল ইসলাম বলেন, গত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর। তারপরও এবার তাদের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

সে হিসেবে এডিপির বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জন করা যাবে বলে মনে হয় না।
 
গত অর্থবছরের বাজেট কাটছাঁট করায় চলতি বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন চলেই আসে।
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ৩ জুন: ২০১৬
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।