ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

ঝালকাঠি পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
ঝালকাঠি পৌরসভার বাজেট ঘোষণা বাজেট ঘোষণা

ঝালকাঠি: নতুন কোনো কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরে জন্য ২১৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ১০৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ জুন) বেলা ১১টায় ঝালকাঠি পৌর শহরে একটি কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।

এরমধ্যে রাজস্ব ও সরকারি অনুদানসহ সর্বমোট আয় ধরা হয়েছে ২১৩ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ৮৬৩ শত টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ১০৩ শত টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরবাসী, সাংবাদিক, কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।