শনিবার (৯ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার মেঘনা উপকূলীয় এলাকায় জেলেপাড়ার জেলে ও ইলিশ আহরণকারী নৌকার মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরে নিবন্ধিত জেলে রয়েছেন ৫২ হাজার ১৯০ জন।
সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের জেলে আনোয়ার দিদার বাংলানিউজকে বলেন, অভিযান শেষ হওয়ায় ৩০ এপ্রিল দিনগত রাতে আটজন নিয়ে মেঘনায় ইলিশ শিকারে নামি। সকাল পর্যন্ত যা ইলিশ পেয়েছিলাম, তা বিক্রি করেছিলাম পাঁচ হাজার টাকা। কিন্তু আমাদের খরচ হয়েছে আরও বেশি। যার কারণে নৌকা ডাঙায় উঠিয়ে নোঙর করে রেখেছি।
একই উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলে মো. হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞার পরে একদিন ইলিশ আহরণে নদীতে নেমেছিলাম। তবে ইলিশ না মেলায় এখন আর নামছি না। কারণ নিষেধাজ্ঞার দুই মাসে চাঁদপুরের বাইরে থেকে অসাধু জেলেরা এসে জাটকাসহ সব ধরণের মাছ আহরণ করেছেন। এখন নদীতে মাছের সংখ্যা খুবই কম। মাছ না পাওয়ায় আমাদের সংসার চালাতে খুবই কষ্ট করতে হচ্ছে।
একই ইউনিয়নের সাখুয়া গ্রামের জেলে নৌকার মালিক জয়নাল বেপারী বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞার পাশাপাশি কারেন্ট জাল তৈরি বন্ধ করতে হবে। যেসব জাল দিয়ে নদীর ছোট রেনু পোনা ধ্বংস হয়, সেসব জাল নিষিদ্ধ করার জন্য সরকারের আইন করতে হবে। যেমন গুল্টিজাল দিয়ে নদীর সব ধরণের ছোট-বড় মাছ শিকার করা হচ্ছে। আমরা চাই সরকার পক্ষ থেকে নিষেধাজ্ঞার সময় নিয়োজিত নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করুক এবং অসাধু জেলেদের যেন জাটকা নিধনের সুযোগ না দেওয়া হয়। তাহলে সরকারের নিষেধাজ্ঞা স্বার্থক হবে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদ্বীপ দে বাংলানিউজকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে অনেক জেলেই জাটকা নিধন থেকে বিরত থাকেন। নিষেধাজ্ঞা শেষ হয়েছে একটু সময় পার হলে অবশ্যই নদীতে জেলেরা ইলিশ পাবেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি বাংলানিউজকে বলেন, নিরাপদ নদী এলাকায় ইলিশের বিচরণ থাকে। নিষেধাজ্ঞার সময় যেভাবে জেলেরা একত্রে জাল পেলে জাটকা নিধন করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের জেলা টাস্কফোর্স করোনা ভাইরাসের প্রতিরোধকালীন সময়ও জাটকা নিধন থেকে জেলেদের বিরত থাকার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। জেলেরা যদি ছোট ইলিশকে বড় হওয়ার সুযোগ দেন, তাহলেই এর সুফল তারাসহ পাবে দেশবাসী।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসআরএস