ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউইদের কাছে সিরিজ হারল ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
কিউইদের কাছে সিরিজ হারল ভারত

দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয়টিও বৃষ্টি বাধায় ভেস্তে গেল। ফলে মাত্র এক ম্যাচ জিতেই ভারতের বিপক্ষে সিরিজ পকেটে পুরলো নিউজিল্যান্ড।

বুধবার ক্রাইস্টচার্চে বৃষ্টি বাধায় পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১৯ রানে গুটিয়ে যায় ভারত। দুই ওপেনারই দ্রুত বিদায় নেন। শুভমন গিল ১৩ রান এবং শিখর ধাওয়ান করেন ২৮ রান। তিনে নেমে শ্রেয়াস আইয়ার (৪৯) চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়াতে। কিন্তু ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ (১০)। আর সূর্যকুমার যাদব (৬)। শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ৫১ রানে ভর করে ২০০ ছাড়ানো সংগ্রহ পায় ভারত।  

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে এক উইকেটে ১০৪ রান করে নিউজিল্যান্ড। এর পরেই নামে বৃষ্টি। খেলা বাতিল হয়ে যায়। ফলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছি কেন উইলিয়ামসনের দল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি নামলে ম্যাচ বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।