ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্লো ওভার-রেটের কারণে ভারতকে জরিমানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
স্লো ওভার-রেটের কারণে ভারতকে জরিমানা

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর এমনিতেই হতাশ ভারত। তা কাটতে না কাটতেই জরিমানার কবলে পড়ল রোহিত শর্মার দল।

স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয় তাদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল নির্ধারিত সময়ে ৫০ ওভার শেষ করতে পারেনি ভারত। চার ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। আইসিসি কোড অফ কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার কারণে ২০ শতাংশ জরিমানা করা হবে খেলোয়াড়দের।

ম্যাচের পর তাই ভারতের বিপক্ষে অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। সেই অভিযোগ মেনে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাদুগালে কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করেন তাদের।  

উল্লেখ্য, সেই ম্যাচে বাংলাদেশের কাছে ১ উইকেটে হারে ভারত। একই মাঠে আগামী ৭ ডিসেম্বর সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে সফরকারীরা।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।