ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শান্তকে খেলানোর ব্যাখ্যায় জ্যাক ক্যালিসকে টানলেন ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
শান্তকে খেলানোর ব্যাখ্যায় জ্যাক ক্যালিসকে টানলেন ডমিঙ্গো

বাংলাদেশ ক্রিকেটের ‘সবচেয়ে আলোচিত’ চরিত্রদের একজন নাজমুল হোসেন শান্ত। টানা ব্যর্থতার পরও প্রায় তিন ফরম্যাটেই তাকে টানছে দল।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করেছিলেন শান্ত। তবে সেখানেও তার রান তোলার গতি নিয়ে প্রশ্ন ছিল।  

এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ মেলে শান্তর। ইনিংস উদ্বোধনে এসে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে যান তিনি। তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। দ্বিতীয় ওয়ানডের আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সংবাদ সম্মেলনেও এসেছে প্রসঙ্গটি।  

জবাবে ডমিঙ্গো নিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে, ‘আমি বাঁহাতি-ডানহাতি উদ্বোধনী জুটি পছন্দ করি। তাকে দেখে মনে হচ্ছে সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। বিশ্বকাপে দুটি ফিফটি করেছে। আর আমি অনেক গ্রেট প্লেয়ার দেখেছি যাদের প্রথম ২০-২৫ ম্যাচ, ২০ টেস্ট ম্যাচের রেকর্ড ভালো ছিল না। ’

‘জ্যাক ক্যালিসের কথাই বলি। তার প্রথম ১২ টেস্টে গড় মনে হয় ১২ ছিল। দেখুন, শান্তর আরও ধারাবাহিক হওয়া উচিত। আমরা তা জানি। ওয়েস্ট ইন্ডিজে তাকে সে কিছু কঠিন উইকেটে খেলতে হয়েছে। সেখানে কিছু ভালো ইনিংস খেলেছে। আর কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। কঠিন কন্ডিশনে ১২টা ওয়ানডে ম্যাচ খুব বেশি না। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। তাদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে। ’ 

শান্ত জায়গা পেলেও একাদশের বাইরে থাকতে হচ্ছে ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ইয়াসির আলি রাব্বিকে। মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন গত ম্যাচে। সেটি মনে করিয়ে দেওয়া হয়েছিল ডমিঙ্গোকেও।

তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমাদের ১২টার মতো ওয়ানডে ম্যাচ আছে। আমরা ভিন্ন ভিন্ন সমন্বয়ে ছেলেদের খেলাতে চাই। দেখতে চাই তারা কেমন করে। রাব্বি দক্ষিণ আফ্রিকায় একটা ফিফটি করেছে। দারুণ খেলেছে। টি-টোয়েন্টিতেও কিছু ম্যাচে দুই ওভার বাকি থাকতে ক্রিজে এসেছে। আমি এখনো বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনার ক্ষেত্রে মাহমুদউল্লাহর সামর্থ্যে আস্থা রাখছি। অনেক ক্রিকেটারকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। যখন সেটা আসবে, সেটা তাদের কাজে লাগাতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৩৪৬ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।